সোমনাথ মুখার্জী, অন্ডালঃ- একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে শুক্রবার অন্ডাল বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখাল হল বিজেপি দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন দলের নেতা জয়ন্ত মিশ্র, সোমনাথ মোদি সহ অন্যরা। ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর দলের পক্ষ থেকে দপ্তরের আধিকারিক এর হাতে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। লকডাউন চলার সময় বিদ্যুৎ বিল মুকুব, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুতের ইউনিট (দাম) নির্ধারণ,ভূয়ো বিদ্যুৎ বিল প্রত্যাহার, তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানো, গরিবদের বিনামূল্যে সংযোগ দেওয়া, প্রতিমাসে রিডিং নেওয়ার দাবি জানানো হয় বলে জানান জয়ন্ত বাবু। দপ্তরের এক আধিকারিক জানান বিজেপির দাবি গুলি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।