সংবাদদাতা, বাঁকুড়াঃ- গত ৭ তারিখ লকডাউনের দিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের ৪ নম্বর মণ্ডলের কোষাধক্ষ্য রাধারানী নস্কর কে মাথায় গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদ জানিয়ে আজ বিষ্ণুপুর শহরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয় । জেলা পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়ে বিষ্ণুপুর শহর পরিক্রমা করে আবারও জেলা কার্যালয়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ- সভানেত্রী সুপৃতি চ্যাটার্জী, সোনামুখী নগর মণ্ডলের বিজেপির সভানেত্রী সম্পা গোস্বামীরা। মিছিলে প্রায় ২০০ মহিলা কর্মী অংশগ্রহণ করেছিলেন এবং মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেওয়া হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভানেত্রী সুপ্রীতি চ্যাটার্জী বলেন, অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।