সংবাদদাতা, দুর্গাপুরঃ- কেন্দ্র সরকার পেট্রল ডিজেলের শুল্ক হ্রাস করে দাম কমালেও রাজ্য কেন কমাচ্ছে না?এই প্রশ্ন তুলে রাজ্যে পেট্রল ডিজেলের দাম কমানোর দাবিতে দুর্গাপুরের বিধাননগরের একটি পেট্রল পাম্পে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কর্মী সমর্থকরা। অবিলম্বে পেট্রল ডিজেলের ওপর ভ্যাট ছাড়ের দাবিতে সরব হন তারা। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন দূর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই।
বিধায়ক এদিন অভিযোগ করে বলেন,যখন কেন্দ্রের সরকার পেট্রল ডিজেলের দাম কমিয়েছে, সেই পথ অনুসরণ করে দাম কমিয়েছে বেশ কয়েকটি রাজ্যে, তখন কেন বাংলার তৃণমূল সরকার এই ক্ষেত্রে ছাড় ঘোষণা করছে না। বুধবারের এই কর্মসূচিতে দলের এবারের গলসির বিজেপির প্রার্থী বিকাশ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন।