মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নারকীয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিজেপির

655

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :-

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হত্যার প্রতিবাদে সোনামুখী তে বিক্ষোভ মিছিল করল বিজেপি । এদিন সোনামুখী রথ তলা থেকে মিছিল শুরু হয়ে সোনামুখী চৌমাথায় এসে শেষ হয় মিছিল । এই মিছিলে প্রায় এক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেছিল । মিছিলের নেতৃত্বে ছিলেন সোনামুখী নগরের সভাপতি তাপস মিত্র , বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তপশিলী মোর্চার সভাপতি দিবাকর ঘরামি , বিজয় ঘোষাল , বাসুদেব চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতৃত্ব । এর পাশাপাশি ওন্দার রতনপুরেও বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ।

বিজেপি নেতৃত্বের দাবি , এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে যারাই যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here