eaibanglai
Homeএই বাংলায়দিদিকে বলো কর্মসূচি কে টেক্কাদিতে বিজেপির চা চক্র

দিদিকে বলো কর্মসূচি কে টেক্কাদিতে বিজেপির চা চক্র

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া :- পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকায় চা চক্র এক কর্মসূচি পালন করলেন জয়পুর ব্লক বিজেপি মণ্ডল। আর এই কর্মসূচিকে সাফল্য করার জন্য উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। আর এই চা চক্রের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের সমস্যা গুলো শুনলেন উপস্থিত থাকা এক ঝাঁক বিজেপি নেতারা। এছাড়াও কি করলে ভালো হবে জানাতে বলেন রাজ্য সভাপতি দিলীপ বাবু। সেখানে কেও নিজের বা এলাকার সমস্যার কথা তুলে ধরলেন তার মধ্যে যেমন এক দিকে পানীয় জলের সমস্যা তো আবার অন্যদিকে রাস্তা ঘাট, তো আবার কোথাও বা প্রধান মন্ত্রী আবাস যোজনার দুর্নীতি। তবে এদিন এক বিজেপি কর্মী রামকৃষ্ণ কুমার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর, বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বললেন আমি একজন বিজেপি কর্মী, আজ বিজেপি ব্যাপক হারে জয় লাভ করলেও আজ জেলায় হাতে গোনা কয়েকটি পঞ্চায়েত জিতেও সেগুলি না জিতা। কারণ কাজের কাজ কিছু হচ্ছে না, সাংসদের দেখা উচিত, তিনি আরো ও বলেন সাংসদ কে ফোন করলে উনি ফোন কেটে দেন। এটা যেন আর না হয় না সেই দিকটাই দেখুন। সমস্ত অভিযোগ শুনার পর দিলীপ বাবু বলেন এর মধ্যে অনেক গুলি রাজ্য সরকার দেখেন, সেগুলিতে আপনারা প্রতিবাদ আন্দোলন করুন আমরাও পশে আছি ও কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প গুলি আছে সে গুলি আমরা দেখছি। তা ছাড়া খড়্গপুর IIT এর সাথে আলোচনা হয়েছে কি ভাবে এই পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া তে পানীয় জলের সমস্যা মিটবে। দিলীপ বাবু দিদিকে বলো কর্মসূচিকে কটাক্ষ করে বলেন এখানে কোনো মাসি পিসি কে ফোন করতে হবে না| তাই আমরা একেবারে আপনাদের কাছে হাজির হয়েছি আপনাদের সমস্যার কথা শুনতে, কারণ বামফ্রন্ট ও তৃণমূলের রাজত্বে কিছুই উন্নয়ন হয়নি। তাই বলুন এলাকায় কি সমস্যা আছে এবং কি করলে ভালো হয়। অনুষ্ঠানের শেষে ঝালদা এক নাম্বার ব্লকের CPI(m)এর পঞ্চায়েত সমিতি সদস্য ছাড়াও পুস্তি অঞ্চলের শতাধিক রাজনৈতিক নেতা কর্মী বিভিন্ন দল থেকে বিজেপি তে যোগদান করেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments