বাঁকুড়ায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পথসভা

587

সংবাদদাতা, বাঁকুড়া:- মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর থেকে গ্রাম সর্বত্রই উন্নয়ন হয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। তবে এর পাশাপাশি এ রাজ্যে সেই ভাবে কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ শাসক দল এটাও তেমনি অস্বীকার করা যাবে না। বর্তমানে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকার সংখ্যা। দিশেহারা হয়ে পড়ছেন শিক্ষিত যুবকরা। এইরকম পরিস্থিতিতে শ্রমিক শ্রেণী এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে রাত দিন এক করে লড়াই চালিয়ে যাচ্ছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নর সভাপতি গৌতম দাস। তিনি গ্রামের প্রান্তে প্রান্তে ঘুরে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিন গ্রামের খেটে খাওয়া মানুষদের নিয়ে একটি পথসভার আয়োজন করা হয় ইন্দাস থানার দাড়িপোতা গ্রামে, ২০০ থেকে ৩০০ মানুষ জমায়েত হয়েছিল এই পথসভায়। পথসভায় উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি গৌতম দাস, ইন্দাস দুই মন্ডল সভাপতি গৌতম ধারা সহ একাধিক বিজেপি নেতৃত্ব। গৌতম বাবু বলেন রাজ্যের মানুষ কর্মচ্যুত হচ্ছে, তাই সে সমস্ত খেটে খাওয়া মানুষদের সঠিক দিশা দেখাতে এবং তাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে আমরা লড়াই চালিয়ে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here