নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: বিজেপি করার অপরাধে, তৃণমূলের হাতে আক্রান্ত হলেন এক মহিলা সহ তিনজন । তৃণমূলের মারা রড় ও লাঠির ঘায়ে গুরুতর আহত হলেন কয়েকজন বিজেপি কর্মী । আহতদের মধ্যে, সুবীর সরদার(৩৪), রবিন সরদার(৩৯)ও ঝর্না সরদার(২৮)। ঘটনাটি ঘটেছে ,ক্যানিং থানার মৌখালী নস্কর পাড়া গ্রামে। পরিবার সূত্রে, গত লোকসভা ভোটে বিজেপির হয়ে ভোট প্রচার করায়, আর সেটা রাগের কারণ হয়ে দাঁড়ায় প্রতিবেশী কয়েকজন তৃণমূল কর্মীর। আর বিজেপি করার অপরাধে জমি জোর করে জবরদখল নিয়ে জিসিবি দিয়ে মাটি কাটতে যায় প্রতিবেশী কয়েকজন তৃণমূল কর্মী। এর প্রতিবাদ করতে এগিয়ে গেলে, রড় ও লাঠি দিয়ে এলোপাতারি মারতে থাকে তারা। এরপর গুরুতর আহত অবস্থায় তাদের তড়িঘড়ি নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। আর এই সম্পূর্ণ ঘটনার মদত দেন স্থানীয় তৃণমূল নেতা সুকুমার সরদার। এবিষয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার। তদন্তে পুলিশ।