সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসার রেলপার সংলগ্ন ক্যানেল পাড়ে অসহায় মানুষদের ত্রিপল দিলো স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। গত বুধবার ‘আমফান’ ঘূর্ণি ঝড়ে ওই এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষের মাটির বাড়ির চাল ভেঙে যায়। এবং বাড়ির ওপর থেকে জল পড়তে শুরু করে। তাই এইদিন ওই এলাকার মানুষদের ত্রিপল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি কর্মীরা। এক বিজেপি নেতা সন্দীপ কুমার সিং বলেন ওই এলাকার প্রায় সকল বাসিন্দাই সবজি বিক্রেতা। লকডাউনের ফলে রোজগার তেমন নেই। বাড়ির অবস্থাও তাদের খুব একটা ভালো না। ডিজিটাল রেশন কার্ড না থাকায় রেশন পায় নি তাই তাদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছি আগে। গত দুদিন আগে ‘আমফানের’ প্রভাবে অনেকের বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই তাদের ত্রিপল দিয়ে সাহায্য করা হল।