সংবাদদাতা, বালুরঘাট:- দীর্ঘ ৪৫৫ দিন ধরে বালুরঘাট মিউনিসিপালিটি তে কোন কাউন্সিলর নেই। প্রশাসকের মাধ্যমে চলছে পৌরসভা তাই বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বালুরঘাটের নাগরিকরা সুষ্ঠ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আজ বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে ঢাক-ঢোল সহযোগে বালুরঘাট পৌরসভার সামনে একটি অভিনব বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির সদস্যরা ঢাকঢোল বাজিয়ে যেমন বিক্ষোভ প্রদর্শন করে তেমনি ফটকা ফাটিয়ে এবং বেলুন সাজিয়ে দেয় পৌরসভার সামনে। এবং ফেস্টুন টাঙ্গিয়ে বালুরঘাট পৌরসভার নতুন নামকরণ করে “অনাথ আশ্রম”। বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সুমন বর্মন ফিতেও কাটেন। এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তারা আজ নতুন এই অনাথ আশ্রম শুভসূচনা করলেন। বিজেপির এই অভিনব বিক্ষোভ কর্মসূচি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় বালুরঘাট পৌরসভার সামনে।
Home Flash News ৪৫৫ দিন ধরে নেই কোন কাউন্সিলর বালুরঘাট মিউনিসিপালিটিতে, ঢাকঢোল বাজিয়ে,ফটকা ফাটিয়ে, অভিনব...