সংবাদদাতা, নৈহাটিঃ- ব্যাপক বাজি বিস্ফোরনে কেঁপে উঠল নৈহাটি। এদিন সকালে একটি বাজি তৈরির কারখানায় এই বিভৎস বিস্ফোরনের ঘটনাটি ঘটে। ব্যাপক বিস্ফোরনের ফলে উড়ে যায় বাড়ির ছাদ। এছাড়া বিস্ফোরনের পরেই বাড়িটিতে আগুন লেগে যায়। স্থানীয় মানুষের দাবি, প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে। এমনকি অনেক মানুষ ভুমিকম্পের আতঙ্কে রাস্তায় নেমে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গেছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও দমকল বিভাগের আধিকারিকরাও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কারখানায় বে আইনি ভাবে বাজি তৈরি করা হত। কিন্তু কি ভাবে পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে দিনের পর দিন এই কারখানায় বাজি তৈরি হচ্ছিল তা নিয়ে স্থানীয় দের মধ্যে গভীর রহস্য দাঁনা বেঁধেছে। পুলিশি সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।