ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ কী? অর্থ না জেনে আশীর্বাদ করলে কী হয় জানেন

1442

সংগীতা চৌধুরী, বহরমপুরঃ– সময়ের সাথে সাথে আমরা অনেক আধুনিক হয়ে উঠেছি। ল্যান্ডফোন চলে গিয়ে হাতে উঠে এসেছে স্মার্টফোন। কিন্তু কিছু কিছু জিনিস আজ ও অপরিবর্তনীয় রয়ে গেছে।

যুগ যতই পরিবর্তন হোক না কেন আর আমরা যতই আধুনিক হই না কেন হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠানে আজ ও ধান দূর্বা দিয়েই আশীর্বাদ করার রীতি প্রচলন আছে।আর যে কোন আধুনিক পরিবারেও ধান দূর্বা দিয়েই আশীর্বাদ করা হয়।কিন্তু এই আশীর্বাদ এর পিছনে কী কারণ তা না জেনে আশীর্বাদ করলে আশীর্বাদের কোন মূল্যই থাকে না।

হিন্দুদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টানে কেন ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয় এই বিষয়ে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকমের কৌতুহল দানা বাঁধে। তাই এই বিষয়েই আজকের প্রতিবেদনে সবিস্তারে আলোচনা করা হলো।

ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করার পিছনে গুরুত্বপূর্ণ একটি কারণ রয়েছে সেটি কী জানেন?

প্রাচীন আর্যসমাজে ধানই ছিল ধন-সম্পদের প্রতীক। আর এখনও বর্তমান ভারতীয় সমাজ কৃষিপ্রধান তাই কৃষকদের প্রধান সম্পদই ধান।অন্যদিকে দূর্বা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক। দূর্বা সহজে মরে না,প্রচন্ড রোদ বা বর্ষায় পঁচে গেলেও আবার দূর্বা বেঁচে ওঠে। আর একারণে দূর্বার আরেক নাম অমর।ধান-দূর্বা মস্তকে দেওয়ার অর্থ হলো সম্পদশালী ও দীর্ঘায়ুর আশীর্বাদ দেওয়া। কিন্তু যিনি আশীর্বাদ করবেন তিনি এই প্রতীকের মর্ম না বুঝলে এই আশীর্বাদ আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here