সংবাদদাতা, খাতরা:- করোনাকালে চিকিৎসা ক্ষেত্রে রক্ত সংকট চলছে। তাই জেলা পুলিশের নির্দেশ মেনে মঙ্গলবার রক্তদান শিবির করল বাঁকুড়া তালডাংরা থানা। থানার ওসি, সাবইন্সপেক্টর, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার মিলে মোট ৬৫ জন এদিন রক্ত দান করেন। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী এবং তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া রায়ও শিবিরে আসেন। তালডাংরা থানার ওসি সৈকত বসু বলেন, “রক্ত সংকট চলছে। এমতাবস্থায় রোগীদের কথা মাথায় রেখেই আমার থানার সকলে মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।” অরূপ চক্রবর্তী বলেন, “পুলিশের এই মানবিক ভূমিকায় আমাদের এই বিধানসভা এলাকার যুবক যুবতীদের মধ্যে দারুন উৎসাহের সঞ্চার হয়েছে।”