সংবাদদাতা, বাঁকুড়াঃ- রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন জয়পুর ব্লকের যুব কংগ্রেস। আজ ঈদের দিনে জয়পুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের সাহায্যে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই রক্ত দান শিবিরের শুভ উদ্বোধন করেন শ্যামল সাঁতরা। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি রাজীব ঘোষাল, জয়পুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল ও জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের কনভেনার ইয়ামিন সেখ ও নানান ব্যক্তি বর্গ। অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। লকডাউনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে থ্যালোসেমিয়া ও অন্যান্য রোগীদের রক্তের চাহিদা পূরণের জন্য স্বেচ্ছায় রক্ত দান শিবির করা হয়। যদিও ৩০ জনের বেশি রক্ত নেওয়া সম্ভব হয়নি। তবে এই রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।