সংবাদদাতা, বাঁকুড়াঃ- গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন গঙ্গাজলঘাটি যুব তৃণমূল কংগ্রেস। বুধবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের কাপিস্টা পঞ্চায়েতের শালবেদিয়ায় তাঁদের উদ্যোগেই অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এক ফোঁটা রক্তের অভাবেই মৃত্যুবরণ করতে হয় মুমূর্ষু রোগীদের। রক্তের জন্য হন্যে হয়ে আর যাতে রোগীর আত্মীয়দের ঘুরে না বেড়াতে হয় সে জন্যই এই বিশেষ উদ্যোগ গঙ্গাজলঘাটি যুব তৃণমূল কংগ্রেসের। এদিন সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখেই সম্পন্ন হয় শিবির। মোট ৫০ জন সহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদাতাদের অনুপ্রাণিত করতে তাদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হৃদয় মাধব দুবে ও বড়জোরা বিধানসভার প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষাল, গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এখানেই শেষ নয়, সারা বছরই মানুষের কাজ করায় অঙ্গীকারবদ্ধ এই যুব তৃণমূল কংগ্রেস।