সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়ার প্লেয়ার ক্লাবে। আজ এই ক্লাব গৃহের শিবিরে পুরুষ মহিলা মিলে মোট ৫১ জন রক্তদাতা রক্ত দেন। এই করোনা পরিস্থিতিতে যেখানে জেলাজুড়ে রক্তদান ক্যাম্প প্রায় বন্ধ, এছাড়াও সচেতনতার অভাবে রক্তদিতে উৎসাহী নয় অনেকেই। এর ফলে থ্যালাসেমিয়া সহ বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে ভর্তি হওয়া রোগী ও আত্মীয়দের চরম সমস্যায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে এই সময়ে রক্তদান কর্মসূচি থেকে মেলা এ রক্ত মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে কাজে লাগলে মহৎ উদ্দেশ্য সাধন হবে, তাই এই আয়োজন এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা।