সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
বাড়ী থেকে রাতভর নিখোঁজ থাকার পরে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক ঠিকা শ্রমিকের মৃতদেহ।মৃতের নাম পার্থ বাগদী(৪৩)।ঘটনাটি ঘটে সালার এলাকায়। সন্ধ্যায় এই খবর প্রকাশ পেতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ এসে ওই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।এই ব্যাপারে শেষ পাওয়া খবরে কেউ গ্রেপ্তার হয়নি বলেই পুলিশ জানায়।ঘটনায় খুন হয়ে যাওয়া পার্থ বাগদীর ভাই সঞ্জীব বাগদী বলেন,”আমরা ভাইকে পরিকল্পনা করে দুষ্কৃতীরা খুন করেছে।আমরা চাই পুলিশ দোষীদের খুঁজে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক”।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,দুই সন্তানের জনক দরিদ্র পরিবারের পার্থ গভীর রাত থেকেই নিখোঁজ ছিল।পরে এদিন গলায় গামছা পেঁচানো অবস্থায় জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশি প্রত্যক্ষ দরশীরা জানায়,গলায় ফাঁস লাগানো অবস্থায় শরীরে একাধিক ক্ষত সহ ওই দেহ উদ্ধার হয়।