সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়া মিশন স্কুলের গেটের সামনে থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই যুবকের নাম গোপাল দাস। বাড়ি বাঁকুড়া স্কুলডাঙ্গা আঞ্জিরবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গোপাল দাস নামে ওই ব্যক্তি বাঁকুড়া খ্রিস্টান কলেজ সংলগ্ন ব্রাউন হোস্টেলে রান্নার হেল্পারের কাজ করতেন। বাড়িতে বেশ কিছুদিন অসুস্থ বোধ করলেও কাজে যোগ দেন তিনি। বুধবার বিকেল নাগাদ বাড়ি ফেরার পথে হঠাৎই অসুস্থ বোধ করায় মিশন স্কুলের গেটের সামনেই শুয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষজন ভিড় জমান ওই এলাকায়। খবর দেয়া হয় বাঁকুড়া সদর থানায়। বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল, মৃত্যুর পিছনে কোন রহস্য আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।