eaibanglai
Homeএই বাংলায়বোমা আক্রান্ত দুর্গাপুরের ভারতীয় মজদুর সংঘের অফিস

বোমা আক্রান্ত দুর্গাপুরের ভারতীয় মজদুর সংঘের অফিস

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরী বি-জোনের ২৯ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের কোয়াটারটি ভারতীয় মজদুর সংঘের অফিস ঘর হিসেবে চিহ্নিত। শনিবার সন্ধ্যায় একটি জরুরী বৈঠক চলছিল ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাদের নিয়ে । বৈঠক শেষে রাত্রি পৌনে দশটা নাগাদ ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তারা অফিস ঘর থেকে চলে গেলে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাতই পরপর বেশ কয়েকটি বোমা মারা হয় ২৯ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের ওই কোয়াটারটিতে বলে অভিযোগ করেন ভারতীয় মজদুর সংঘের অন্যতম নেতা অরূপ রায়। এই ঘটনার সময় ২৯ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের কার্যালয়ে দু- তিনজন কর্মী তখন কোয়াটারটির পেছন দিকের রান্নাঘরে খেতে বসেছিলেন। বোমার আওয়াজ পেয়ে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে তারা দেখেন চারিদিক ধুমো ও বারুদের পোড়া গন্ধে ভরে গিয়েছে। তৎক্ষণাঅ-তারা টেলিফোন মারফত খবর দেন স্থানীয় বি-জোন পুলিশ ফাঁড়ির কর্মীদের ও ভারতীয় মজদুর সংঘের অন্যান্য কর্মকর্তাদের। বি-জোন ফাঁড়ির পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। উল্লেখ্য বি-জোন পুলিশ ফাঁড়ির দূরত্ব এই ২৯ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের কোয়াটারটির থেকে মেরে কেটে একশ মিটারের ও কম হবে। তাও দুষ্কৃতীরা নির্ভয়ে কিভাবে এরকম একটি কার্যালয়ে বোমা নিক্ষেপ করল তার তদন্ত চলছে। ভারতীয় মজদুর সংঘের নেতা অরূপ রায় জানান, “দেশ বিরোধী দুষ্কৃতীরা ভারতীয় মজদুর সংঘের একতা দেখে ভয় পেয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ আইনি পদক্ষেপ নেওয়া হবে।” ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে ও তদন্ত চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments