বাঁকুড়ার জয়পুরের মুরুলিগঞ্জ গ্রামে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ

182

সংবাদদাতা,বাঁকুড়া: শুক্রবার দুপুরে শাসক দলের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটলো বাঁকুড়ার জয়পুর থানা এলাকার উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের মুরুলিগঞ্জ গ্রামে। এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েক জন।

স্থানীয়দের দাবি, তৃণমূলের ঐ কার্যালয়ে বোমা তৈরীর কাজ চলছিল। সেই সময় অসাবধানবশতঃ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

গ্রামবাসী মহুর আলি শেখ বলেন,”ঐ পার্টি অফিসে জনা ছ’য়েক বোমা বাঁধছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা গুরুতর আহত। তবে আহতরা কোথায় চিকিৎসাধীন কিছুই জানিনা।”

তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় এমনটাই দাবি করেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাঁতরা। তার দাবি, উত্তরবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি । সিপিএম, বিজেপি ও আইএসএফ অতর্কিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আক্রমণ করে এবং বোমা বিস্ফোরণ করে। তিনি বলেন “ওরা মনে করে অশান্তি করলে কতুলপুর বিধানসভা তাদের দখলে চলে আসবে।”

অন্যদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একটি বিশাল দল। এলাকায় শুরু হয়েছে টহলদারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here