সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার সোনামুখীতে শুরু হল তৃতীয় বর্ষ বই মেলা। বৈকাল তিনটার সময় বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এই শোভাযাত্রায় পা মেলান রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্যামল সাঁতরা, সোনামুখীর পৌরপিতা সুরজিৎ মুখার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগন, হাজার হাজার মানুষ। ৩১. ০১. ২০২০ শুক্রবার বই মেলার উদ্বোধন করেন সাহিত্যিক অমর মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্যামল সাঁতরা, সোনামুখীর পৌরপিতা সুরজিৎ মুখার্জি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।সোনামুখী বি জে হাইস্কুলের বোর্ডিং মাঠে এই মেলা চলবে আগামী ৬. ১. ২০২০ পর্যন্ত ।প্রতিদিন বৈকাল ৪ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত বিভিন্ন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এবারের মেলায় ৩০ টি প্রকাশনা সংস্থার স্টল বসেছে ।
