সংবাদদাতা, বাঁকুড়া :- শ্রমিকদের প্রায় সাত মাসের বেতন বন্ধ রেখে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ার ঘটনায় আজ সকালে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায়। কারখানার গেটে বিজেপি র শ্রমিক সংগঠন বি জে এম টি ইউ বিক্ষোভ দেখানোর পাশাপাশি কারখানার দরজা লক্ষ করে ব্যাপক ইট পাটকেল ছোড়া হয়। এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা।
বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকার দা ডাইমেনসান স্টিল এলয়েস নামের একটি বেসরকারি কারখানায় গত সাত মাস ধরেই গোলমাল চলছিল। তারপর থেকেই মালিক পক্ষ বেতন না দেওয়ায় ক্রমশ ক্ষোভ জমছিল শ্রমিকদের মধ্যে। এর মধ্যেই মালিক পক্ষ কারখানার গেটে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে বিজেপি র শ্রমিক সংগঠন বিজেএমটিইউ এর নেতৃত্বে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকদের একাংশ। বিক্ষোভরত শ্রমিকদের একাংশ কারখানার নিরাপত্তারক্ষীদের সাথে জড়িয়ে পড়ে বচসায়। কারখানার দরজা লক্ষ করে ইট পাটকেলও ছোড়ে বলে অভিযোগ। তৃনমুলের সাথে যোগসাজস করে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে বঞ্চনা করেছে বলে অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। তৃনমুল বিক্ষোভকারীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে।