সংবাদদাতা, বাঁকুড়াঃ- সোমবার দুপুরে পিংরুই গ্রামের দুই ভাই স্থানীয় দ্বারকেশ্বর নদে স্নান করতে যায়। জলের তোড়ে দুই ভাই একই সঙ্গে ভেসে গেলে একজন কোন রকমে উঠে আসতে পারলেও বছর বাইশের মৃনাল কান্তি ফৌজদার ওরফে বাবাই জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে গ্রামের লোক জন খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। পরে ওন্দা পুলিশের সৌজন্যে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেন। রাত দশটা পর্যন্ত তারাও তল্লাশি চালান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোন খোঁজ মেলেনি। অবশেষে উদ্ধার হলো গতকাল তলিয়ে যাওয়া বাঁকুড়া ওন্দা থানার পিংরুই গ্রামের বছর ২২ যুবক কান্তি ফৌজদার দারকেশ্বর নদীর সাবান পুর ঘাটের কাছে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করে ওন্দা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।