সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
সন্ধ্যায় পাচারকারীকে তারা করে পদ্মায় ডুবে মৃত্যু হল ৪৩ নম্বর ব্যাটালিয়নের কর্মরত এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম জুনুল টাকনো(২৭) ঘটনাটি ঘটে জলঙ্গীর ফরাজিপারা এলাকায়। জানা যায় ঝাড়খণ্ডের বাসিন্দা ওই বিএসএফ জওয়ান সম্প্রতি জলঙ্গীর ফরাজিপারা বিওপিতে কর্মরত ছিলেন।চলতে থাকা একনাগাড়ে বৃষ্টির জেরে পদ্মার জল সম্প্রতি বৃদ্ধি পেয়েছে।আর তার ফলেই চোরাকারবারিরাও সেই সুযোগকে কাজে লাগিয়ে গবাদি পশু থেকে মাদক ওপারে পৌঁছে দিতে রমরমা শুরু করেছে।
সেইমতো এক পাচারকারীকে ধাওয়া করে ওই জাওয়ান পদ্মার পদ্মার জলে ঝাঁপিয়ে পড়েন। বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও পাড়ে উঠে আসায় তার সঙ্গী বাকি জওয়ানরা কর্মরত অবস্থায় সেখানে ছুটে আসেন। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে পদ্মায় ভেসে ওঠে জওয়ান জুনুল টাকনোর দেহ। মৃত দেহ উদ্ধার করে শনাক্তকরণের জন্য তার ঝাড়খণ্ডের বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।