বিয়েতে রাজি না হওয়ায় মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক

566

সংবাদদাতা, বুদবুদঃ- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনা বুদবুদ থানা এলাকার। বুদবুদ থানা এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বুদবুদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সঞ্জয় মন্ডল, বাড়ি গলসির পারাজ এলাকার বোলপুর গ্রামে। ধৃতকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে গত ৬ বছর ধরে এক মহিলার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয় মন্ডল নামে ওই যুবকের। দীর্ঘদিন ধরে মেলামেশার পর সঞ্জয় মন্ডল মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। অভিযোগকারী মহিলা বারবার বিয়ের কথা বললেও তা এড়িয়ে যায় সঞ্জয়। অন্যদিকে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি ৮মাসের অন্তঃসত্ত্বা। ধৃত সঞ্জয় মন্ডলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে শনিবার বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে অভিযুক্ত সঞ্জয় মণ্ডলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here