সংবাদদাতা, বুদবুদঃ- বুদবুদ বাইপাশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা। রবিবার সকালে বুদবুদ বাইপাশ দিয়ে একটি ছোট গাড়ি দুর্গাপুর থেকে বর্ধমানের দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মাঠে নেমে যায়। বাইপাসের ধারেই কাঁচা রাস্তা ধোরে এক মহিলা ও তার স্বামী কাজে যাচ্ছিলেন। ওই গাড়িটি বাইপাস ছেড়ে দ্রুত গতিতে এসে মহিলা কে ধাক্কা মেরে মাঠে নেমে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ওই মহিলা কে বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তবে গাড়িটি কে আটক করলেই গাড়ির আরোহী কাউকে আটক করা যায়নি।বুদবুদের মানকর স্টেশনের কাছে ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা বলে অভিযোগ। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটায় তারা। বুদবুদ থানার পুলিশের কাছে অভিযোগ জানায় কংগ্রেস কর্মীরা।