সংবাদদাতা, সুন্দরবন:- বুলবুল ঘরের দরজায় দাঁড়িয়ে। যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। আর সেই বুলবুলের বিপদের ঊর্ধ্বে গিয়ে অতিরিক্ত নদীতে যাত্রী নিয়ে ঝুঁকির পারাপার করছে মাঝি। গত রাত থেকে বৃষ্টির কোন বিরাম নাই। আজ সকাল থেকে বেড়েছে বৃষ্টির প্রকোপ। আর সেই অত্যাধিক বৃষ্টির মধ্যে, অতিরিক্ত যাত্রী নিয়ে সুন্দরবনের বিভিন্ন ঘাটে নদী পারাপার করছে খেয়ার মাঝি। যেখানে দেখা গেছে, সুন্দরবনের গোসোবা, কামাখ্যাপুর সহ শম্ভু নগর বাজার ফেরিঘাট এমনই চিত্র ধরা পরল। এই অত্যাধিক বৃষ্টির মধ্যে এভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপারে যেকোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রাণহানি হতে পারে বহু মানুষের। এ বিষয়ে নজর নেই প্রশাসনের।
Home Flash News আক্রমণের মুখে বুলবুল, নদীতে অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকির পারাপার মাঝির, উদাসীন প্রশাসন