সংবাদদাতা, বর্ধমান:- মেমারী থানার অভিযানে উদ্ধার ৫২ টি টিন ভর্তি ভেজাল তেল ও ৭২ টি ফাঁকা টিন বলে পুলিশ সুত্রে জানা গেছে । গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালালো পূর্ব বর্ধমানের মেমারী থানার পুলিশ । ভেজাল ভোজ্য তেল এর কারবার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন ব্যক্তিকে। ধৃত তিন ব্যক্তি হলেন অসীম মিত্র , গোবিন্দ সরকার ও পঙ্কজ সিং । ধৃত ব্যক্তিদের বাড়ি মেমারী এলাকাতেই বলে জানা গেছে । ধৃত তিন ব্যক্তিকে আজ পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। পুলিশ সুত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে চলছিল ভেজাল সরষের তেল সহ অনান্য ভোজ্য তেল এর কারবার । গোপন সূত্রে খবর আসার পরে নড়েচড়ে বসে মেমারী থানার পুলিশ আধিকারিকরা । মেমারী থানার পুলিশ বিভিন্ন জায়গাতে অভিযান চালানোর পর নিমো সংলগ্ন এলাকায় একটি গোডাউনে হানা দেবার পর এই বিপুল পরিমাণে ভোজ্য ভেজাল সরষের তেল উদ্ধার হয় । এই চক্রের সাথে কে বা কারা যুক্ত , বা কোথায় এই ভেজাল ভোজ্য তেল সরবরাহ করা হত সেই বিষয় খতিয়ে দেখছে মেমারী থানার তদন্তকারী পুলিশ।