সোনার বিস্কুটের পুঁটুলি ঘিরে হৈ হৈ বর্ধমান শহরে

571

সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- সোমবার সোনার বিস্কুটের পুঁটুলি নিয়ে হৈ হৈ পড়ে গেল বর্ধমান শহরে। এক বোরখা পরা মহিলা ও রিক্সা চালক ওই পুঁটুলি ফেলে পালালে এক সিভিক ভলান্টিয়ার কাপরের পুঁটুলি খুলে সোনার বিস্কুট উদ্ধার করে। সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় গোটা বিষয়টি জানান তিনি। এদিকে ততক্ষণে সোনার বিস্কুট উদ্ধারের ঘটনা চারিদিকে রটে যায়। সোনার বিস্কুট দেখতে ভিড় জমান স্থানীয়রা।

জানা গেছে এদিন সকালে পুরসভার সামনে কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ার শেখ নাজির হোসেন। তিনি দেখেন, এক রিকশা চালক ও এক মহিলার মধ্যে বচসা হচ্ছে। অভিযোগ, ওই মহিলার হাতে একটি কাপড়ের পুঁটুলি ছিল। সিভিক ভলান্টিয়ারকে এগিয়ে আসতে দেখেই ওই মহিলা এবং রিকশা চালক পালিয়ে যান। ফেলে যান পুঁটুলিটি। সিভিক ভলান্টিয়ার শেখ নাজিরও ওই দু’জনের পিছনে দৌড়ন। তবে ধরতে পারেননি। পরে ফিরে এসে পুঁটুলি খুলে সোনার বিস্কুট দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বর্ধমান থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক ওসি ও বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হওয়া সোনার বিস্কুট পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে। ভালভাবে খতিয়ে দেখে পুলিশ জানায় উদ্ধার হওয়া বিস্কুটটি সোনার নয়। অন্য কোনও ধাতুর উপর সোনার জল করা। কিন্তু ততক্ষণে সোনার বিস্কুট-উদ্ধার পর্ব ঘিরে হই হই পড়ে গিয়েছে বর্ধমান শহরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here