সংবাদদাতা, কলকাতাঃ-
সোমবার রাত্রে অগ্নিদগদ্ধ হয়েছেন কলকাতা পুলিশের মুচিপাড়া থানার এ এস আই মধুসূদন দত্ত ও তাঁর স্ত্রী শান্তি দত্ত। বর্তমানে স্বামী ও স্ত্রী দুজনেই কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাত্রে স্ত্রী শান্তি দত্তের মৃত্যু হয়েছে। তবে এ এস আই মধুসূদন দত্ত এখনও চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে মধ্যমগ্রাম থানার দেশবন্ধু রোডের এক ব আড়িতে। বাড়ির মালিক মধুসূদন দত্ত (৫৭) বর্তমান কলকাতা পুলিশে এ এস আই পদে নিয়োগিত। এই বিভৎস আগুন লাগার সময় বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী শান্তি দত্ত (৪৯)। মধুসূদন বাবুর পূত্র কৃষ্ণ দত্ত বাড়ির কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৮ টা নাগাদ মধুসূদন বাবুর বাড়িতে আগুন লাগে। খবর পৌঁছানো হয় দমকল ও পুলিশ বাহিনীকে। খবর পেয়ে তৎক্ষনাৎ বারাসাত থেকে দুটি দমকলের ইঞ্জিন আসে। ইতিমধ্যে মধ্যমগ্রাম থানার পুলিশ ওঁ স্থানীয় কাউন্সিলার আত্রেয়ী গুহ ঘটনা স্থলে পৌঁছান। আহত অবস্থায় স্বামী ও স্ত্রী দুজনকেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে দুজনেরই শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে। বেশ কিচ্ছুক্ষন পরেই মধুসূদন বাবুর স্ত্রী শান্তি দত্ত হাসপাতালেই মারা যান। অবশ্য দমকল বাহিনী কিচ্ছুক্ষনের মধ্যেই আগুন নিভিয়ে ব্যাপারটি নিয়ন্ত্রনে আনে।