সংবাদদাতা, বাঁকুড়াঃ- এই মুহূর্তে গোটা বিশ্বে আতঙ্কের আরেক নাম নোবেল করোনাভাইরাস। এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়েছিল দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষগুলোকে। তার উপর গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় আরো বেশি করে সমস্যা পড়তে হয়েছিল সাধারণ মানুষদের। যদিও পরবর্তীকালে রাজ্য সরকারের প্রচেষ্টায় সরকারি বাস পরিষেবা শুরু হলে সেই সমস্যার কিছুটা সমাধান হয়েছিল কিন্তু বেসরকারি বাসের দেখা মেলেনি ফলে সাধারণ মানুষকে বিশেষ করে নিত্যযাত্রীদের যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাই উত্তর বাঁকুড়ার মেজিয়ার সাধারণ মানুষ মেজিয়া ব্লক সভাপতি মলয় মুখার্জির কাছে আবেদন রেখেছিলেন যদি একটি এই পরিস্থিতিতে সরকারি বাস পরিষেবা চালু করা যায় তাহলে যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। সে মতই মলয় মুখার্জি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কে অনুরোধ করলে তার প্রচেষ্টাতে অবশেষে বাঁকুড়া থেকে আসানসোল ভায়া মেজিয়া গঙ্গাজলঘাটি সরকারি বাস পরিষেবা শুরু হল খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে। এক সাধারন নিত্যযাত্রী বলেন, বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় আমাদের যাতায়াতের ক্ষেত্রে দারুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সে মতো আমরা মলয় বাবুর কাছে অনুরোধ করলে তিনি আমাদের কথায় সাড়া দিয়ে সরকারি বাস পরিষেবার সুবন্দোবস্ত করেছেন এর জন্য মলয় মুখার্জি ও শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। মেজিয়া ব্লক সভাপতি মলয় মুখার্জি বলেন, সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে আমি শুভেন্দু বাবুর সঙ্গে যোগাযোগ করি এবং সেই মতো তাঁর প্রচেষ্টায় আজ থেকে এই বাস পরিষেবা শুরু হয়েছে এর ফলে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হবেন।