গুলি করে ছিনতাই, জখম ব্যবসায়ী, এলাকায় আতঙ্ক

613

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:- দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন ব্যবসায়ী। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধের কাছে। জখম ব্যবসায়ীর নাম মনোজ বর্মা(৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে ডিভিসি মোড়ে মনোজবাবুর বাড়ি, খোট্টাডিহিতে তার সোনার রুপর দোকান আছে। প্রতিদিনের মতো বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করে মনোজ বাবু বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। বালুর বাঁধের কাছে আচমকাই দুষ্কৃতীরা মনোজবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। কাঁধে গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। মনোজবাবুর সাথে থাকা টাকা ও তাঁর বাইকটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু স্থানীয়রা জড়ো হয়ে যাওয়ায় মনোজবাবুর বাইকটি ফেলে পালায় দুষ্কৃতীরা। এরপর স্থানীয়রাই উদ্ধার করে মনোজবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে বর্তমানে তিনি চিকিত্সাধীন। মনোজবাবুর ভাই সর্বন বার্মা জানান কপাল জোরে দাদা বেঁচে গেছে এই ঘটনায় দাদার মৃত্যুও হতে পারত। শুধু টাকা লুটই নয় দাদাকে খুন করার সম্ভবত মতলব ছিল দুষ্কৃতীদের বলে সবন বাবু জানান। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটা নিছক কোনো ছিনতাইয়ের ঘটনা নাকি এর পেছনে পারিবারিক বা ব্যবসায়িক কোনও শত্রুতা আছে সব দিকই খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here