সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলার পর্যটন কে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে ধরতে ইতিমধ্যেই জেলা প্রশাসন তথা রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দীপ্রাচীন তপন দিঘী কে যেমন একদিকে সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। তেমনই অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গা ফরেস্ট কে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সেই লক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, কলকাতা থেকে আগত আর্কিটেক্ট সহ বিভিন্ন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা ডাংগা ফরেস্ট একটি রিভিউ মিটিং করলেন। তার সাথে সাথে তারা ডাঙ্গা পরিদর্শন করলেন। জানা গেছে ডাঙ্গা ফরেস্টে একটি বাটারফ্লাই গার্ডেন, একটি একুরিয়াম ও একটি টরটোয়েশ রেসকিউ সেন্টার তৈরি করা হবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার পর্যটনের উন্নতির লক্ষ্যে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।