সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিলের বিরোধিতা উন্মত্ত জনতা হাতে অগ্নিসংযোগ একাধিক ট্রেনের

581

সংবাদদাতা, মুর্শিদাবাদ:- নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে শনিবার বিকেলের পর থেকে ক্রমশ ভয়াবহ চেহারা ধারণ করে লালগোলা থানা ও তার সংলগ্ন আশেপাশের একাধিক থানা এলাকা। নতুন করে উত্তাল হয়ে উড়তে শুরু করে পুরো লালগোলা। এদিন শুরুতে থানার পন্ডিতপুর এলাকায় প্রতিবাদ বিক্ষোভকারিরা লালগোলা – জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ করে । সেই বিক্ষোভ দানা বাঁধে বিকেলের দিকে ভয়াবহ আকার ধারন করে । জমায়েত বাড়তে বাড়তে পৌছায় লালগোলা বাজারে সেখানে পুড়িয়ে দেওয়া হয় পি ডাব্লিউ ডি অফিস এবং পরে পোড়ান হয় লালগোলা রেলওয়ে স্টেশান, সেখান থেকে বিক্ষোভকারীরা আগুন নিয়ে পৌছে কৃষ্ণপুর রেল স্টেশনে।কৃষ্ণপুর স্টেসানে দাড়িয়ে থাকা সারি সারি ট্রেনের বগিতে পরপর আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর উচ্চ রেল কর্তাদের কানে পৌঁছাতেই তড়িঘড়ি অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকভাবে লালগোলা – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয় বলেই শেষ খবরে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here