eaibanglai
Homeএই বাংলায়কলাবউ স্নান করাতে বাঁকুড়ার নদী ঘাট গুলিতে উপচে পড়া ভিড়

কলাবউ স্নান করাতে বাঁকুড়ার নদী ঘাট গুলিতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :

ইতিমধ্যেই মহাষষ্ঠী গ্রাম থেকে শহর সর্বত্রই পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে । প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড় ।

আজ মহাসপ্তমী আর তাই সকাল থেকেই কলাবউ স্নান করাতে বাঁকুড়ার নদীর ঘাট গুলিতে উপচে পড়া ভিড় । প্রাচীন প্রথা অনুযায়ী মহা সপ্তমীর দিন কলাবউ স্নান করিয়ে মন্ডপে প্রতিষ্ঠা করা প্রাচীন রীতি । আর সেই মতো বাঁকুড়ার গন্ধেশ্বরী দারোকেশ্বর দামোদর বিভিন্ন নদীর ঘাট গুলিতে যেন মেলা বসে গেছে কলাবউ স্নান করানোকে কেন্দ্র করে ।

রাজাদের মতোই কলাবউকে মাথায় ছাতা ধরে নদীর ঘাটে নিয়ে আসা হয় , সাথে বাজনা বাজিয়ে নানারকম পটকা বাজি রীতিমত রাজকীয় ঢলে কলা বউকে নদীতে স্নান করাতে নিয়ে আসা হয় এবং স্নান শেষে পুজো প্যান্ডেলে তাকে প্রতিষ্ঠা করা হয় ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments