সংবাদদাতা, ক্যানিং :-
চিকিৎসার গাফিলতিতে একটি শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ক্যানিং মহকুমা হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতলে আসে ক্যানিং থানার পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে। মৃত শিশু, মারিসা গাজী (১), আরুপা গাজী (মা) ।

ঘটনা সুত্রে, কুলতলী থানার মেরিগঞ্জ এর বাসিন্দা মদ মোরসালিন গাজী তার এক বছরে এক শিশুকে নিয়ে গুরুতর আহত অবস্থায় ভর্তি করে ক্যানিং মহকুমা হাসপাতালে। এরপর চিকিৎসক না দেখে ফেলে রাখে ওই শিশুকে। আর হাসপাতালের মধ্যে বিনা চিকিৎসায় মারা যায় ওই শিশু। এমনই দাবি শিশুর পরিবারের। এর পর শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী।