নিজস্ব প্রতিনিধি, ক্যানিং :
ক্যানিং নবারুন সংঘের সর্বজনীন দুর্গোৎসব পূজা। এবছর ৪১ তম বর্ষের পূজা। এবছরের তাদের মূল ভাবনা, বিশ্ব উষ্ণায়ন। যেখানে গাছ কেটে গোটা বিশ্বকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং তৈরি হচ্ছে বায়ু দূষণ। আরে বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে সাধারণ মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দিতে তাদের এই অভিনব ভাবনার মাধ্যমে। আর আর যার ফলে বিশ্ব উষ্ণায়ন বাললে ধীরে ধীরে গলতে শুরু করবে বরফের পাহাড়, আর এর ফলে জলের তলায় চলে যাবে গোটা স্থলভূমি। আর কারণে, সাধারন মানুষকে এই বার্তা দেয় পূজা কমিটি, গাছ লাগান প্রাণ বাঁচান।