সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলের কুমারপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলা শ্রম বিভাগের উদ্যোগে ১২০ জন মানুষকে সামাজিক সুরক্ষা যোজনা কার্ড প্রদান করা হল। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে প্রান হারানো এক পরিবারকে ৫০ হাজার টাকা চেকও প্রদান করা হল। এর পাশাপাশি পেনশন যোজনা খাতে ৩ জনকে ৭৫০ টাকার চেক দেওয়া হয়েছে। এর ফলে প্রতি মাসেই ৭৫০ টাকা করে তারা পেনশন পাবেন। ইতিমধ্যেই তাদের ব্যাঙ্কের খাতায় ১২ হাজার ৫০০ টাকা করে জমা করা হয়েছে। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, শ্রম বিভাগের অধিকর্তা তীর্থঙ্কর সেনগুপ্ত সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরীব, যুবক, প্রবীন নাগরিক, মহিলা, যুবতী, অনুসুচিত জনজাতির উন্নতির জন্য ৪৪ টি প্রকল্প চালু করেছেন। যার মধ্যে শ্রম মন্ত্রক দ্বারা সামজিক সুরক্ষা প্রকল্পে অনেক গুলি সুবিধা সরকার দিচ্ছে। এই কার্ডগুলির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, পেনশন সহ বিভিন্ন প্রকল্পের লাভ গ্রাহকরা পাবেন।