সোমনাথ মুখার্জি, পান্ডবেস্বর:- মঙ্গলবার পান্ডবেস্বরের শোনপুর বাজারির খোলামুখ খনি পরিদর্শনে এলেন ভারত সরকারের কয়লা মন্ত্রকের সেক্রেটারী অনিল কুমার জৈন। এখানে এসে তিনি খোলমুখ খনিতে কিভাবে কাজকর্ম হয় ,কয়লা উৎপাদন এ শ্রমিকদের ভূমিকা প্রভৃতি বিষয়ে দৃষ্টিপাত করেন ।আজকের এই অনুষ্ঠানে আরো ছিলেন অতিরিক্ত সেক্রেটারী বি কে তিওয়ারি,কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এ কে ঝা,সিএমডি ইসি এল প্রেম সাগর মিশ্রা,ডাইরেক্টর পার্সোনাল বিনয় রঞ্জন,ডাইরেক্টর টেকনিক্যালজয়প্রকাশ গুপ্তা প্রমুখ। আজকের এই খনি পরিদর্শনে এসে কয়লা মন্ত্রকের সেক্রেটারী অনিল কুমার ঝা জানান,আজকের এই খনি পরিদর্শন শুধু ছাত্র হিসাবে খনি দেখতে আসা। তিনি আজ শুধু এক ছাত্র হিসাবে এসেছেন । তবে আজ পান্ডবেস্বরে এর খনিতে এসে কয়লা শিল্পে এফ ডি আই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন কোনো ” আপনারা মিডিয়ায় যা দেখছেন,পড়ছেন সেটাই সত্যি” যেখানে প্রধানমন্ত্রী এফডিআই সম্পর্কে সব পরিষ্কার করে বলেছেন।
আজকে খনি পরিদর্শনে পাশাপাশি শোন পুর বাজারি প্রজেক্টের গ্লাস হাউসে একটা ফিল্ড কন্ট্রল রুম এর উদ্বোধন করলেন মাননীয় সেক্রেটারী অনিল কুমার জৈন ।