শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার সূর্য পূজো অর্থাৎ ছট পুজোকে কেন্দ্র করে সেজে উঠল মেদিনীপুরের কাঁসাই নদীর বিদ্যাসাগর ঘাট। কাঁসাই নদীর ঘাটে হাজার হাজার পুণ্যার্থী এইদিন পুজোয় সামিল হন।
ছট পুজোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। চারিদিকে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল জেলা পুলিশের বিশেষ দল। ছিল সিভিল ডিফেন্সের স্পিড বোড। পৌরসভার প্রতিনিধিদের সাথে জেলা যুব তৃণমূল ও জেলা তৃণমূলের সদস্যরা একত্রিত হয়ে পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেবিষয়ে যথেষ্ট নজরদারি চালান।
অন্যদিকে অবাঙালিদের বড় উৎসব ছট পুজোর শুভেচ্ছা জানাতে মেদিনীপুরের কাঁসাই নদীর বিদ্যাসাগর ঘাটে বুধবার সন্ধ্যায় উপস্থিত হন স্থানীয় বিধায়িকা জুন মালিয়া। তিনি নদীর ঘাটে উপস্থিত স্থানীয় মহিলাদের সাথে সূর্য দেবের আরতী করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এদিন তিনি ঘাটে উপস্থিত পূর্ণ্যাথীদের মুখ্যমন্ত্রীর তরফেও শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দেন।