সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সলদা অঞ্চলের অন্তর্গত ভেকো ভগবানপুর গ্রামে মৃত্যু হল সাপের কামড়ে দেবু মহাদন্ড নামে ৭ বছর বয়সের এক শিশুর। সূত্রের গতকাল বিকাল সাড়ে চারটে নাগাদ অন্ধকার ঘরের ভিতর রাখা পয়সা খাবার কেনার জন্য আনতে গেলে, ডান হাতের মাঝের আঙ্গুলে সাপে কামড়ে দেয়। অসুস্থ অবস্থায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই শিশুকে নিয়ে যাওয়া হয়। হসপিটালে থাকাকালীন কিছুক্ষণের মধ্যেই ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। জয়পুর থানার পুলিশকে জানানো হলে মৃতদেহটিকে তাদের অধীনে নিয়ে যায় জয়পুর থানায়। আজ বেলা এগারোটা নাগাদ শিশুটিকে বিষ্ণুপুর জেলা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে এবং গ্রামে এক শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য বিষয় হলো শিশুটি ঝাঁঝ কি ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে প্রাক পাইমারি বিভাগে পড়াশোনা করত। শিশুটির বাবার নাম গৌতম মহা ডন্ড, পিএসআই কোল্ড স্টোরেজের একজন দিনমজুর। মা মমতা মহা দন্ড, পেশায় দিনমজুর। জাতিতে বাবা-মা তপশিলি। জমি জায়গা কিছুই নেই। বর্তমানে শিশুকে হারিয়ে বাবা-মা দুজনেই শোকে কাতর। গানের প্রতিবেশীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই পরিবারটির প্রতি।