সংবাদদাতা, বাঁকুড়াঃ– বর্তমান এসটি লিস্টে আছে তারা ১৯৩১ সালের এসএিএিসিসিসি থেকে নেওয়া। সাঁওতাল,মুন্ডা, কুড়মি সহ মোট ১৩ টি জাতি ১৯৩১ সালে প্রিমিটিভ ট্রাইভ ছিল। সংবিধান রচনা কালে হৃদয় নারায়ন কুজুর এর নেতৃত্বে ১৫ জন মনোনীত এমপি কে নিয়ে ট্রাইবেল কমিশন গঠিত হয়েছিল। এবং এই কমিশন নোমিনাটেড প্রধানমন্ত্রী নেহরু কে প্রশ্ন করেছিল স্বাধীন ভারতে এসটি কারা হচ্ছে। উত্তরে বললেন ১৯৩১ সালে যারা প্রিমিটিভ ট্রাইভ ছিল তারায় থাকছে। কিন্তু কি কারনে ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর এসআরও -৫১০ তে কুড়মি কে বাদ দেওয়া হল তার কোনো জিও আজও সরকার দেখাতে পারেনি তাই ৬ সেপ্টেম্বর কালা দিবস পালন। এখন ঘটনা হলো কেন্দ্র সরকার কুড়মির সিআরআই রিপোর্ট রিজেক্ট করে ফারদার কমেন্ট এন্ড জাস্টিফিকাশন এর জন্য রাজ্য সরকার কে পাঠায় কিন্ত সংশোধিত সিআরআই রিপোর্ট আজও পাঠায় নি রাজ্য সরকার ২০১৭ সাল থেকে তাই আমাদের এই আন্দোলন। এখন আমাদের দাবি সামনের ১০ তারিখ থেকে রাজ্যে অধিবেশন বসবে উক্ত অধিবেশনে কুড়মি বিলকে বিধানসভায় পাশ করে পাঠাক নচেৎ আমরা নভেম্বরে বিধান সভা ঘেরাও করব এবং ২০২১ এর নির্বাচনে জঙ্গল মহল থেকে একটিও টিএমসি কে এ মেল এ বের করতে দেবনা। এরপর শুরু হবে আর এক চূয়াড় বিদ্রোহ।