সংবাদদাতা, নদীয়া :- ছাত্র সংসদ দখল করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল নদীয়ার মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি ও বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । গত কয়েক বছর যাবৎ কলেজে কোনো নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদ গঠন হয়নি। আর এরই ফলস্বরূপ কয়েক মাস আগে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি দখল নিয়ে নেয় ছাত্র সংসদের । তারই ফলস্বরূপ আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি পক্ষ থেকে কলেজ সংসদ দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । চলে ব্যাপক বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী কিন্তু পুলিশ বাহিনীর সামনেই চলতে থাকে দুই তরফেই ব্যাপক বোমাবাজি। কলেজে এই সংঘর্ষ ও বোমাবাজির মধ্যে আটকে পড়েন কলেজের অধ্যাপকরা ও কলেজের অধ্যক্ষ। পুলিশ বাহিনীর চেষ্টায় শেষ পর্যন্ত কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের কে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে আগামী কবে কলেজে আবার নতুন করে পঠন-পাঠন শুরু হবে তা নিয়ে হলফ করে বলা অসম্ভব। কলেজে পরীক্ষা চলছিল কিন্তু এই ঘটনার জেরে পরীক্ষাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।