সংবাদদাতা, ক্যানিং:-
মুরগি পোল্টি ঘর থেকে গ্যাস বের হওয়া নিয়ে ভাইয়ের সাথে বিবাদ। আর সেই বিবাদের জেরে ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিল অপর ভাই। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানা বাহিরবেনা গ্রামে। আহতের নাম, হরেন হালদার (৩৯)। ঘটনা সূত্রে, বাড়ির পাশে একটি মুরগি পোল্ট্রি করে ভাই। আর তা থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হতে থাকে।

আর ভাইএর কাছে প্রতিবাদ করতে যায় হরেন । এরপর প্রতিবাদী হরেন হালদার কে লাঠি রড দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ভাই। তাদের মারে গুরুতর আহত হয় হরেন হালদারের ছেলে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবার। এ বিষয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।