রঞ্জিত সর্দার, দক্ষিণ ২৪ পরগনাঃ- ইতিমধ্যেই ক্যানিং মহাকুমার করোনার আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিক। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক এর অফিস জিবনতলা থানা বাজার সর্বত্রই থাবা বসিয়েছে করোনা। তবে বাজার বন্ধ থাকলেও রাস্তায় দিব্যি চলছে গাড়ি। প্রশাসনের তরফ থেকেও দেখা যাচ্ছে ঢিলেঢালা মনোভাব।তার মধ্যেই ক্যানিং কোভিড হাসপাতালেরপরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন সেখানে চিকিৎসা হতে আসা রোগীরা। ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। বাথরুমের দুরবস্থা জল, খাওয়ার সবকিছুই নিয়ে সেই সমস্ত রোগীরা ক্ষোভ উগরে দিচ্ছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দিকে।শুক্রবার থেকেই ক্যানিং বাজারের বিভিন্ন এলাকা এবং গ্রামের মধ্যে প্রবেশের রাস্তা কে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।বিভিন্ন এলাকায় জনসাধারণের বা বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্থানীয় মানুষের তরফ থেকে।
Home Flash News বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যাঃ তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল ক্যানিং...