খনি কর্তপক্ষের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ পান্ডবেস্বরে

464

সোমনাথ মুখার্জি, পান্ডবেস্বরঃ- শুক্রবার পান্ডবেস্বরের বাঙ্কলা এরিয়ার তিলাবনী কলিয়ারীর এইচ এম এস শ্রমিক সংগঠনের লোকেরা কলিয়ারির এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ সামিল হন। বিক্ষোভের জেরে খনির পরিবহন বন্ধ হলে যায়। এইচ এম এস শ্রমিক সংগঠনের নেতা সত্য প্রসন্ন ব্যানার্জি জানান, সংশ্লিষ্ট খনির এজেন্ট খনির বেশ কিছু লোককে সুবিধা পাইয়ে দিচ্ছে অথচ যারা খনির উৎপাদনের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তাদের আবাসন গুলি দীর্ঘদিন ধরে মেরামত হয়না,হয়না তাদের এলাকার নিকাশি নালা পরিষ্কারের কাজ। ফলে সেই সব শ্রমিকদের কথা ভেবেই আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই খনির পরিবহন বন্ধ করে খনির এজেন্ট কে ঘেরাও করে রাখা হয় ঘণ্টা চারেক । অবশেষে এজেন্ট শ্রমিক নেতাদের দাবি অনুযায়ী খুব শীঘ্রই কাজ হবে আশ্বাস দিলে আপাতত অবরোধ ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here