রাস্তা সারাইয়ের দাবিতে কলিয়ারীর পরিবহন বন্ধ

623

সংবাদদাতা, পান্ডবেস্বরঃ- পান্ডবেস্বরের সাউথ শ্যামলা কলিয়ারীর দরুন ও এলাকার আরো কয়েকটি কলিয়ারীর সাইডিং থাকার কারণে দিনরাত ভারী ও বড় বড় কয়লা বোঝায় গাড়ি যাতায়াত করে পান্ডবেস্বর-দুর্গাপুর যাবার প্রধান এই রাস্তায়। দিনরাত ভারী গাড়ি যাতায়াত করার দরুন দীর্ঘ দিন ধরে রাস্তার হাল বেহাল। নিত্যদিন ঘটে ছোট বড় দুর্ঘটনা এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা জিতেন দেওয়াসি ও যাদব ঘোষের।
জিতেন বাবু জানান,আজ সকালে স্কুল যেতে গিয়ে এই রাস্তায় দুর্ঘটনায় পড়ে তার মেয়ে। সৌভাগ্য ক্রমে খুব বেশি আঘাত লাগেনি তার। ফলে আজ সকাল থেকেই মহাল এলাকার বাসিন্দারা কলিয়ারীর পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হন। যদিও কলিয়ারীর ম্যানেজার তাপস ব্যানার্জি পরোক্ষ ভাবে রাস্তা খারাপের কথা স্বীকার করে নিলেও আর কোনও মন্ত্যব্য করতে অস্বীকার করেন। যেখানে বিশেষ করে কলিয়ারীর পরিবহনের গাড়ির কারণে রাস্তা বেহাল তবুও ই সি এল কর্তপক্ষ রাস্তা সারাইয়ের ব্যাপারে উদাসীন এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বিক্ষোভকারীদের একটাই দাবি লিখিত আকারে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিতে হবে ইসিএল কে যে কতদিনের মধ্যে রাস্তার হল ফিরবে? তবেই তাদের বিক্ষোভ উঠবে,নইলে তাদের আন্দোলন চলবে।
কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পান্ডবেস্বর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here