সংবাদদাতা, মুর্শিদাবাদ:- পুরনো দলীয় কোন্দলের বদলার অভিযোগে কংগ্রেসে নেতার বাড়ী ঘিরে বোমা বর্ষণ ও তার ছেলে দ্বাদশ শ্রেণীর ছাত্রকে তাক করে দুষ্কৃতীদের গুলির আক্রমণ গুরুতর জখম ওসমান শেখ নামের ওই পড়ুয়া। মুর্শিদাবাদের কান্দি থানার বেনিপুর গ্রামের এই ঘটনায় বপক ভাবে কংগ্রেস ও তৃণমুলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এলাকা জুড়ে। আহত গুলিবিদ্ধ ওই ছাত্র কে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতের অভিযোগের ভিত্তিতে পুলিশ আব্দুর রব নামের এক তৃনমুল সমর্থক কে গ্রেপ্তারও করা হয় বলে জানা যায়। সূত্রের খবর, গত বিধানসভা উপ নির্বাচনের সময় কংগ্রেস দলের বুথ এজেন্ট তথা আহত ওই ছাত্রের বাবা কংগ্রেস নেতা খান বাহাদুর সেখের উপর রাগ ছিল তৃনমূলের লোকজনের বলেই এদিন অভিযোগ করেন কান্দী কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান। তিনি জানান, গুলিবিদ্ধ জখম ছাত্র উস্মান সেখের বাবা খান বাহাদুর সেখ দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের সক্রিয় কর্মী তথা এলাকার নেতা। বাবা কংগ্রেস করার অপরাধে ছেলের উপর বদলা নিল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা। এদিকে ঘটনার বিবরণ দিতে গিয়ে হাসতলের বেডে শুয়ে আহত ও তার পরিবাবরের লোকেরা জানায়, সম্প্রতি সপ্তাহ খানেক ধরে তৃনমুল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে বোমা ছুঁড়ছিল। এরই মধ্যে বাড়ির সামনে হটাৎ পরপর মুড়ি মুড়কির মত বোমা ফাটতে শুরু করে। বোমের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখেন আব্দুর রব ও রিপন সেখ এই বোমা ছুঁড়ছিলন। তাদের তারা করে ধরতে গেলে পাল্টা ওসমান কে তাক করে গুলি করে। আর তাতেই গুরুতর জখম হয় সে। যদিও এই ঘটনায় তৃণমূলের যোগ অস্বীকার করেছেন কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম সরকার। তিনি বলেন এই ঘটনায় তৃনমূল কোন ভাবেই জড়িত নয়। এটা একটা পারিবারিক দন্দ্ব এটা দীর্ঘ দিন ধরে চলছে যার কারনে এই গুলি চালানোর ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস গোলাগুলি বোমাবাজিকে পশ্রয় দেয় না আমরা মানুষের উন্নয়নে বিশ্বাসী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।