নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আজ ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী ও ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত প্রাক্তন গৃহমন্ত্রী সর্দার বল্লবভাই প্যাটেলের জন্মদিন। এদিন দুর্গাপুর পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই দুই প্রাক্তন মন্ত্রী তথা জাতীয় নেতৃত্বের উদ্দেশ্য শ্রদ্ধা নিবেদনের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় ও দলীয় কর্মীরা স্বর্গীয় দুই জাতীয় নেতৃত্বের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিনের অনুষ্ঠানে তরুণ রায় বলেন, “ভারতবর্ষে সংবিধান ও একতা রক্ষায় ইন্দিরা গান্ধী তাঁর জীবন দিয়ে এক উদাহরণ রেখে গেছেন।বর্তমানে বৈষম্য প্রকট হয়ে দেখা দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের দ্বারা লাগু করা কৃষি বিলের ফলে বর্তমানে কৃষকদের অবস্থা আরও সঙ্কটজনক করে তুলেছে পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরেও আক্রমণ বেড়ে চলেছে। বর্তমান এই পরিস্থিতিতে ওঁনার দেখানো পথে বর্তমানে বিজেপির মতোন সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা সম্ভব।”