সংবাদদাতা, কোচবিহার:-
গত ৩০ শে জুলাই সংবাদপত্র মাধ্যমে জানতে পারে কোচবিহারের বিমানবন্দরে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে। সেই বিজ্ঞাপন দেখেই বিভিন্ন জায়গায় নিয়োজিত নিরাপত্তারক্ষীরা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৭ জনকে বাছাই করে পরের দিনই নিয়োগ করে দেওয়া হয় কোচবিহারে বিমান বন্দরে। সেই সময় একটি বিমান কোচবিহার বিমানবন্দরে থাকায় সে বিমানটিকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে বলে জানায় নিরাপত্তারক্ষীরা। এরপর দুই মাস কেটে গেলেও বেতন না দিয়ে গতকাল তাদের কর্মস্থলে আসতে মানা করে দেওয়া হয় কর্তৃপক্ষ । এ দিকে কর্তৃপক্ষের তরাফ থাকে জানানো হয়েছে তাদের দুমাসের ই মেয়াদ ছিল এবং বেতন দিয়ে দেওয়া হবে। হঠাৎ করে পুজোর আগে কাজ চলে যাওয়ায় ও বেতন না পাওয়ায় কোচবিহার বিমানবন্দরের সামনে অনশনে বসলো নিরাপত্তারক্ষীরা। তাদের দাবি অবিলম্বে কাজে পুনর্বহাল ও বেতন প্রদান করতে হবে।যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছে নিরাপত্তা রক্ষীরা। পুজোর আগে কাজ হারালো ১৭ জন চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী।
