এই বাংলায় ওয়েব ডেস্কঃ– দেশে করোনা আক্রান্তের সমস্ত রেকর্ড ভাঙল গত ২৪ ঘণ্টার সংক্রমণের পরিসংখ্যান। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৮৪৪ জন। এটি এখনও পর্যন্ত একদিনে করোনা সংক্রমণের রেকর্ড পরিসংখ্যান। গত বছর সেপ্টেম্বর মাসে সবথেকে বেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল দেশবাসী। ১৭ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার সংক্রমণের সংখ্যা ছিল ৯৮,৭৯৫ জন। যা এদিনের আগে পর্যন্ত রেকর্ড ছিল। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পার করল। যদিও আমেরিকার থেকে অনেক বেশী দ্রুতহারে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে এদেশে। দেশের মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, পঞ্জাব এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সরকারি হিসেবে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭,০৭৪ জন আর মৃত্যু হয়েছে ২২২ জনের।
প্রসঙ্গত ভারতে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ৫২ দিন আগেই। তবে গত বছরের তুলনায় আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরেছে করোনার সংক্রমণ। দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ছড়াচ্ছে গত বছরের তুলনায় ৭ গুন বেশী হারে। একইসঙ্গে করোনার থেকে সাপ্তাহিক মৃত্যুর পরিসংখ্যানও প্রায় ৫৯ শতাংশ বেড়েছে।২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮৭ জনের। যা মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু থাকছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের। কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১,১৬,৮২,১৩৬ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৮১ হাজার ৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৯৩ হাজার ৭৪৯। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪ কোটি ৯০ লক্ষ ১৯ হাজার ৬৫৭। দেশে সুস্থতার হার ৯২.৮ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ৭ কোটি ৯১ লক্ষ ৫ হাজার ১৬৩ জনের।